Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

উপজেলা ভূমি অফিস, জাজিরা, শরীয়তপুর এ ভূমি সেবা জনগনের দোঁড়গোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে অনলাইন নামজারী চালু হয়েছে। ফলে সেবাগ্রহীতাগণ ঘরে বসেই নামজারী জমাভাগ/জমা-একত্রীকরনের আবেদন করতে পারছে এবং সরকার নির্ধারিত ফি জমাদান পূর্বক খতিয়ান সংগ্রহ করতে পারছে। হোল্ডিংধারী সকল মালিকদের নামের জমির ও ভূমি উন্নয়ন করের পরিমান এর ডাটাবেইজ তৈরি করে তাদের ক্ষুদে বার্তার মাধ্যমে জানানো হচ্ছে। এতে জন সাধারন তাদের জমির ভূমি উন্নকর কর সংক্রান্ত সম্যক ধারনা অতি সহজেই জানতে পারছে। ফলে তারা সঠিক সময়ে সঠিক পরিমান ভূমি উন্নয়ন কর পরিশোধ পূর্বক তাদের জমি-বাড়ি নিস্কন্টক রাখতে পারছে। জনগনের সেবামুখী সকল ইউনিয়ন ভূমি অফিসসমূহকে জনবান্ধব ও ডিজিটালাইজেশন করার লক্ষ্যে প্রতিটি ভূমি অফিসে বিদ্যুৎ সংযোগ এর ব্যবস্থা করে ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার সহ প্রয়োজনীয় সকল উপকরন সরকারের পক্ষ থেকে যোগান দেয়া হয়েছে।“বাংলাদেশে একটি পরিবার ও গৃহহীন থাকবে না ” মাননীয় প্রধানমন্ত্রীর সে লক্ষ্যকে বাস্তবায়নের জন্য সাম্প্রতিক কালে একটি গুচ্ছগ্রাম স্থাপন করে ৬০ টি ভূমিহীন পরিবারকে পুর্নবাসিত করা হয়েছে। আর ও ৪ টি গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্পের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়েছে। এ উপজেলায় অবস্থিত নদী- খালসমূহের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সেগুলো খননের কাজ হাতে নেয়া হয়েছে যাতে সাধারন মানুষের জীবন ও জীবিকা সহজ হয়।