সিটিজেন চার্টার
ক্রঃ নং |
সেবার নাম |
সেবা প্রাপ্তির প্রক্রিয়া |
প্রয়োজনীয় ফি |
নির্ধারিত সময় |
১ |
নামজারী/ জমাখারিজ/ জমাএকত্রীকরন |
ক) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। খ) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি ০১ কপি। গ) ওয়ারিশ সনদ (অনাধিক তিন মাসের মধ্যে ইস্যুকৃত। ঘ) খতিয়ানের ফটোকাপি/সার্টিফাইড কপি। ঙ) হাল সনের দাখিলা। ছ) রায়া/পিঠ দলিলের ফটোকপি/সার্টিফাইড কপি (প্রযোজ্য ক্ষেত্রে )। জ) চৌহদ্দিসহ কলমী নকশা। ঝ) আদালতের রায়/আদেশ/ডিক্রির সার্টিফাইড কপি (প্রযোজ্য ক্ষেত্রে ) |
ক) কোর্ট ফি ৫.০০ খ) নোটিশ জারী ফি ২.০০ টাকা (অনাধিক চার জনের জন্য)। গ) রেকর্ড সংশোধন ফি ২০০.০০ টাকা। ঘ) খতিয়ান ফি ৪৩.০০ টাকা। ঙ) সর্বমোট = ২৫০.০০ টাকা। |
৪৫ কার্যদিবস। |
২ |
খাসজমি বন্দোবস্ত সংক্রান্ত |
ক) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। খ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত স্বামী-স্ত্রী উভয়ের (প্রযোজ্য ক্ষেত্রে) যুগল পাসপোর্ট ছবি ৩ কপি। গ) স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র। ঘ) স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ওয়ারিশ সনদ। |
প্রযোজ্য নয়। |
৩০ দিনের মধ্যে কেস নথি সৃজন করে জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে প্রেরণ করা হয়। |
৩ |
সার্টিফিাইড কপি |
সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন করতে হবে। |
কোট ফি ৫.০০ টাকা ও প্রয়োজনীয় ফলিও। |
৩ কার্যদিবস। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS