Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

ক্রঃ

নং

সেবার নাম

সেবা প্রাপ্তির প্রক্রিয়া

প্রয়োজনীয় ফি

নির্ধারিত সময়

নামজারী/ জমাখারিজ/ জমাএকত্রীকরন

ক) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

খ) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি ০১ কপি।

গ) ওয়ারিশ সনদ (অনাধিক তিন মাসের মধ্যে ইস্যুকৃত।

ঘ) খতিয়ানের ফটোকাপি/সার্টিফাইড কপি।

ঙ) হাল সনের দাখিলা।

ছ) রায়া/পিঠ দলিলের ফটোকপি/সার্টিফাইড কপি (প্রযোজ্য ক্ষেত্রে )।

জ) চৌহদ্দিসহ কলমী নকশা।

ঝ) আদালতের রায়/আদেশ/ডিক্রির সার্টিফাইড কপি (প্রযোজ্য ক্ষেত্রে )

ক) কোর্ট ফি ৫.০০

খ) নোটিশ জারী ফি ২.০০ টাকা (অনাধিক চার জনের জন্য)।

গ) রেকর্ড সংশোধন ফি ২০০.০০ টাকা।

ঘ) খতিয়ান ফি ৪৩.০০ টাকা।

ঙ) সর্বমোট = ২৫০.০০ টাকা।

৪৫ কার্যদিবস।

খাসজমি বন্দোবস্ত সংক্রান্ত

ক) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

খ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত স্বামী-স্ত্রী উভয়ের (প্রযোজ্য ক্ষেত্রে) যুগল পাসপোর্ট ছবি ৩ কপি।

গ) স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র।

ঘ) স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ওয়ারিশ সনদ।

 প্রযোজ্য নয়।

৩০ দিনের মধ্যে কেস নথি সৃজন করে জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে প্রেরণ করা হয়।

সার্টিফিাইড কপি

সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন করতে হবে।

কোট ফি ৫.০০ টাকা ও প্রয়োজনীয় ফলিও।

৩ কার্যদিবস।